এহছানুল হাছান জুমান,জুড়ী উপজেলা প্রতিনিধি
জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।
। আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজ ও ১০০ টি চারা গাছ রোপন করা হয়েছে।
মৌলভীবাজার জুড়ী উপজেলার, সর্ব শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজ এর আয়োজনে,১৫ আগস্ট শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ,আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুঈদ ফারুক। উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী। ফরহাদ আহমদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ। হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ মোজ্জামেল হক বাংলা বিভাগের শিক্ষক শাখাওয়াত হোসেন ও মোঃ রব্বানি । ইংলিশ বিভাগের মুজিবুর রহমান। ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক আব্দুর হাই, স্কাউট শিক্ষক বরুন দাস, রোভার দের মধ্যে উপস্থিত ছিলেন
২২ তম ব্যাজ এর রোভার
এহছানুল হাছান জুমান
আরিফ আহমদ।
২৩ তম ব্যাজ এর রোভার সৌরভ দাস পল, রাজু, জয়,সজীব, কাব্য,
গার্লস ইন রোভার এর মধ্যে উপস্থিত ছিলেন। রুবিয়া আক্তার গার্লস ইন সিনিয়র রোভার মেট, আছিয়া আক্তার, মুক্তা বেগম, কুলসুমা আক্তার, তান্নি বেগম ,রুমি বেগম,সামিয়া আক্তার আখি ,রহিমা আক্তার, ও কলেজ এর ছাত্র-ছাত্রী বৃন্দ
শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক, মোঃমোজ্জামেল হক। আলোচনা বিজয়ী দের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com