এস চৌধুরী, কাপ্তাই প্রতিনিধি।
আজ ১০ ই জুন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন।এরই মধ্যে দিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন ঘোষণা হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপনকে ছড়িয়ে দিলেন দেশের আনাছে কানাচে।দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প গ্রহন করে মুসলিম বিশ্বে এক অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত ০৮ ই ফেব্রুয়ারী ২০১৫ তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন কালে মানণীয় প্রধান মন্ত্রী প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের নির্দেশনা প্রদান করেন।সে মোতাবেক একনেক সভায় সম্পূড়ণ নিজস্ব অর্থায়নে মোট ৮৭২২কোটি(আট হাজার সাত শত বাইশ কোটি টাকা) প্রাক্কলিত ব্যায়ে প্রকল্পটি অনুমোদনের পর গত ০৫ ই এপ্রিল ২০১৮ তারিখে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশের ০৮টি বিভাগের ০৯টি স্থানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে গনপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণ কাজ আরম্ভ হয়।
প্রধানমন্ত্রী উদ্বোধন কালে বলেন ধর্ম নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।বাংলাদেশের সংবিধানের ধর্ম নিরপেক্ষতা রয়েছে।তিনি আরও বলেন ধর্ম যার যার উৎসব সকলের।
তিনি আরও বলেন ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সাম্যের ধর্ম। প্রকৃত ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা কখনও জনগনকে শোষন করতে পারে না।ইসলামের পরিপন্থী কোন নীতি হীন আদর্শকেও তারা অনুসরণ করতে পারেনা।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com