সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
মো: রবি উদ্দিন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা পর্যায়ে ভলিবলে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়
শনিবার (৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ভলিবল দলের অধিনায়ক সার্থক এর নেতৃত্বে প্রথম খেলায় মৌলভীবাজার সদরকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ন হয়। সেমিফাইনালে কমলগঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে উত্তীর্ন হয়। ফাইনাল খেলায় রাজনগর উপজেলাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
একইসাথে চ্যাম্পিয়ন দলটি বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তারা শুধু বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেনি, বরং তাদের নিজেদের সক্ষমতারও প্রমাণ দিয়েছে।
চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ আর এন ডি এম।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।