স্পোর্টস ডেস্কঃ হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ দিনের প্রথমভাগটা ছিল জিম্বাবুয়ের। শেষ বিকালে অবশ্য নিয়ন্ত্রণ নিয়ে নেয় বৃষ্টি। বৃষ্টি ও আলোর স্বল্পতায় শেষ দিকের খেলা ঠিকমতো মাঠে গড়ানো যায়নি। এর মাঝেই দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের লিড দাঁড়িয়ে গেছে ৩৫৪ রানে।
লঙ্কানদের বিপক্ষে ১ উইকেটে ৬২ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে দিনের শুরুতেই হারায় রেজিস চাকাভার উইকেট (১৫)। এম্বুলদেনিয়ার ঘূর্ণিতে তালুবন্দী হয়েছেন তিনি। ওপেনার প্রিন্স মাসভাউরের প্রতিরোধও টেকেনি বেশিক্ষণ। রান আউট হয়ে ফিরেছেন ৩৫ রানে।
জিম্বাবুয়ের বিপদ আরও বাড়ে রানের খাতা খোলার আগে তিমিসেন মারুমা বিদায় নিলে। অপরপ্রান্তে অবশ্য ব্যতিক্রম ছিলেন ব্রেন্ডন টেলর। বেশ কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন দশম টেস্ট ফিফটি তুলে। কুমারা ৬৭ রানে তার প্রতিরোধ ভাঙলেও জিম্বাবুয়েকে বেঁধে রাখতে পারেনি লঙ্কান বোলাররা। এই ইনিংসেও তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে যান সিকান্দার রাজা ও অধিনায়ক শন উইলিয়ামস। ষষ্ঠ উইকেটে ৭০ রানের জুটি গড়েন দুজন।
এই জুটি ভাঙে শেষভাগে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার কয়েক মিনিট আগে। রাজা ৩৪ রানে বিদায় নিয়েছেন বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডাব্লিউ হয়ে। বৃষ্টি থামলে পুনরায় খেলা শুরু হলেও আলোর স্বল্পতায় তা সম্ভব হয়েছে মাত্র ৫.৩ ওভার। এই সময়ে ১৯ রান যোগ করার পাশাপাশি মুতোম্বোডজির উইকেট হারায় স্বাগতিকরা। তবে ৪৭ রানে অপরাজিত আছেন উইলিয়ামস। সঙ্গে আছেন ডোনাল্ড তিরিপানো। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ২৪১ রান।
সংক্ষিপ্ত স্কোর: চতুর্থ দিন শেষে
জিম্বাবুয়ে: প্রথম ইনিংস ৪০৬ (উইলিয়ামস ১০৭, সিকান্দার ৭২, টেলর ৬২; এম্বুলদেনিয়া ৪/১৮২, ডি সিলভা ৩/৭১)
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ২৯৩ (করুনারত্নে ৪৪, ওশাডা ফার্নান্দো ৪৪, মেন্ডিস ২২, ম্যাথুজ ৬৪, চান্দিমাল ৬, ডি সিলভা ৪২, ডিকবেলা ১, লাকমল ৫, এম্বুলদেনিয়া ৫, বিশ্ব ফার্নান্দো ৩৮, কুমারা ৩*; সিকান্দার ৭/১১৩, তিরিপানো ১/৩০, নিয়াউচি ১/৪০, মুম্বা ১/৪৩)
জিম্বাবুয়ে: দ্বিতীয় ইনিংস ২৪১/৭ (টেলর ৬৭, আরভিন ৪৭*; বিশ্ব ফার্নান্দো ২/৪৩, এম্বুলদেনিয়া ২/৮১)
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com