নিজস্ব প্রতিনিধি ঃ
আজ ০৫ এপ্রিল আমার আব্বার
৩য় তম মৃত্যু বার্ষিকী । ২০১৮ সালে ০৫ এপ্রিল দুপুর ১:১০মিনিটে ৭৩ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে প্রিয় বাবা। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আব্বাকে জান্নাতবাসি করেন। -আমীন
পৃথিবীতে যার বাবা নেই সে বুঝে তার বাবার ভালোবাসা তার জন্য এই মূহুর্তে কতো প্রয়োজন।
মাঝি বিহীন নৌকা যেমন চালানো যায় না তেমনি বাবা ছাড়া নিজের জীবনকে সামনে এগিয়ে নেয়া অনেক কষ্টের। বাবাকে হারিয়েছি ০৩বছর হয়েছে, কিন্তু বাবার সেই স্মৃতি বাবার সেই উপদেশমূলক কথাগুলো আজও আমার অন্তরকে গভীরভাবে নাড়া দিয়ে যায়! আমি যখন নামায পড়ি প্রথমেই দোয়া চাই বাবা এবং মা’র জন্যে ।
এর পর সমস্ত মুসলিম মানবজাতির জন্য দু’হাত তুলে দোয়া করি।
আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম! কখনো জিবনে অভাব কি বোঝতে দেনি আমাদের মাদরাসা ও কলেজে যাওয়ার জন্য সব সময় টাকা, পাঞ্জাবি, শাট, প্যান্ট, কিনে দিতেন।
বাবার ভালোবাসা, বাবার স্নেহ, বাবার আদর আজও আমার স্মৃতিতে সতেজ হয়ে ভাসে। আমার বাবা ছিলেন আমার আর্দশ। আজ বাবাকে আমার খুব প্রয়োজন ছিলো বাবার সাথে আমার অনেক কথা বলার ছিলো আমি বলতে পারিনি তাই মনের লুকানো কথাগুলো আজও কারো সাথে শেয়ার করতে পারিনি। বাবার আর্দশ, বাবার সততা, বাবার নৈতিকতা আমার কাছে অতুলনীয়।
তাই আমি বলবো যাদের বাবা বেচে আছে বাবাকে সম্মান করুন আপনার জীবন পরির্বতন হয়ে যাবে। আজ আমার বাবা নেই । আমার মা জীবিত আছেন। তিনি সুস্থ। মায়ের জন্য দোয়া চাই।
আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমি বুঝি বাবার প্রয়োজনটা আমার জন্য কতো দরকার! বাবা যে একজনের জীবনে ছায়া হয়ে কাজ করে ! বাবা ছিলেন আমার কাছে আর্দশ বাবা ! সালাম দুনিয়ার সকল বাবাদের।
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সগিরা। আমার বাবা মায়ের সমস্ত গুনাহ মাফ করুন।
পরিশেষে, তাই আজ সেই গানটি খুব মনে পড়ে-‘ভালো হোক আর মন্দ হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা ‘।
আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমার বাবাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করেন, আমীন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com