মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
আবু হাসান, নবীনগর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে খাগালিয়া গ্রামের বাসিন্দা ও ভলাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কফিল উদ্দিন (৭৫) ও তার নাতি মো. বাঈজিদ (৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এলাকাবাসীর বরাত দিয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. কবীর হোসেন জানান, এলাকার প্রবীণ ব্যক্তি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিলউদ্দিন হঠাৎ করে বাড়িতে তার শিশু নাতি মো. বাঈজিদকে খুঁজে পাচ্ছিলেন না। পরে তিনি দেখতে পান তার নাতি নিথর অবস্থায় বাড়ির একটি টিনের ঘরে সামনে পরে আছেন। কিন্তু সেই টিনের ঘর যে আগে থেকে বিদ্যুতায়িত অবস্থায় আছে এবং তার নাতি যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন, সেটি তিনি বুঝতে পারেন নি। পরে তিনি তার নাতি বাঈজিদকে কোলে নিতে যান। এ সময় তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ভলাকুট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রুবেল মিয়া জানান, দাদা-নাতির মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সরাইল নাসিরনগরের সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।