বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজ পুর বাজারে গভীর রাতে অবৈধ ভাবে গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, গত ৩ আগষ্ট রাত আনুমানিক সাড়ে এগারো টার সময় বাজারের জাহাঙ্গীর বিফ হাউসে গরুর মাংস বিক্রি করার সময় স্থানীয়দের সন্দেহ হয়।হঠাৎ করে রাতের বেলায় গরুর মাংস বিক্রির খবর পেয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ বাদশার নেতৃত্বে বাজার কমিটির প্রচার সম্পাদক মামুন হোসেন, এস এম কাজলসহ অন্যান্যরা মাংস ব্যবসায়ী ধুলিহরের ছহিলউদ্দীনের পুত্র কামরুল ইসলাম ও তার জামাতা জাহাঙ্গীরের নিকট মাংসের উৎস সম্পর্কে জানতে চাইলে চুকনগর থেকে মাংস কিনে আনছে বলে জানান। এসময় চুকনগরের ওই মাংস ব্যবসায়ীর মোবাইল নং কিংবা ক্যাশ মেমো দেখাতে না পারার অভিযোগে তাৎক্ষণিক মাংস বিক্রি বন্ধ করে দেন। এঘটনার পরদিন ৪ আগষ্ট রাত আনুমানিক সাড়ে এগারো টার সময় বনিক সমিতির শালিশে মাংস ব্যবসায়ী কামরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা ও মাংসের দোকান ১৫ দিন বন্ধ করে রাখবে বলে সিদ্ধান্ত করা হয়েছে বলে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।