ক্রিড়া ডেস্কঃ
বিপিএলে মাঠে নেমেছে পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা। প্রতিযোগিতায় উভয় দলই একটি করে ম্যাচে জয়লাভ করেছে। জয়ের খরা কাটানোর লড়াইয়ে সিলেটকে ১২৫ রানের টার্গেট দিয়েছে ঢাকা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে দুর্দান্ত ঢাকা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন সাইফ হাসান।ঢাকা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন সাইফ হাসান।
টস জিতে ঢাকাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিলেটের অধিনায়ক মিঠুন। প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান সাব্বির হোসেন। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের বড় এক পার্টনারশিপ গড়েন মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসান। ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল ৩২ বলে ৪১ রান করা সাইফকে বোল্ড করেন। ২ রানের ব্যবধানে আউট হন নাঈম শেখও। বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে আসে ৩৬ রান।দলীয় ৯১ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস। মাত্র ৫ রানে সামিত প্যাটেলের বলে লেগ বিফোর হন তিনি। পাকিস্তানি তরুণ ব্যাটার সাইম আইয়ুব এদিনও ব্যর্থ হয়েছেন। ১৩ বলে ১০ রান করেন বাঁহাতি ব্যাটার। মিডল অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় সংগ্রহ বড় করতে পারেনি স্বাগতিক ঢাকা। শেষ ৫৯ বলে ৪২ রান তুলতে ৭ উইকেট হারায় তাসকিন আহমেদের দল। রেজাউর রেজা সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com