বোয়ালখালী প্রতিনিধি :
পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২ নভেম্বর) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরীব প্রেসক্লাব চত্বরে বোয়ালখালী প্রেসক্লাব’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবীর (সা.) জীবন ও আদর্শের উপর আলোচনা করেন আমুচিয়া শাহ মাজিদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরী ও মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের কাদেরী।
প্রেসক্লাবের সভাপতি এস এম মুদ্দাচ্ছিরের সভাপতিত্বে ও কাজী এম এস এমরান কাদেরীর সঞ্চালনায় মৌলানা মুহাম্মদ হোসাইনের কোরআন তেলাওয়াত ও বাবর মুনাফের নাতে রাসূল (দ.) পাঠের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, এম এ মান্নান, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ,আল সিরাজ ভান্ডারী, আলমগীর চৌধুরী রানা, কাজী আয়েশা ফারজানা, স ম রবিউল হোসাইন, রাজু দে, পুজন সেন, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, মুহাম্মদ হুসাইন মাহমুদ, মো. আবু নাঈম, মুহাম্মদ শাহাদাত হোসাইন জুনাঈদী প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, পবিত্র মিলাদুন্নবী (সা.) মানেই সব মাখলুকাতের জন্য রহমত। এ রহমতের শ্রুত ধারায় অবিচল থাকাই হচ্ছে ইমান। নবীজি (সা.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমীনের জন্য ফরজ আর এটাই হলো ঈমান।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com