বোয়ালখালী প্রতিনিধি:-
বোয়ালখালী পৌরসভার কধুরখীলে একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরার ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বোয়ালখালী পৌরসভার কধুরখীল ১নং ওয়ার্ড চৌধুরী হাটে ওয়েল্ডিং ও রঙের কাজ করার সময় ব্যাটারির শর্ট সার্কিট থেকে সায়েম পরিবহন নামে বাসটিতে (চট্ট মেট্রো-জ ১১-১৯১২) আগুন ধরে ৩১টি সিট বিশিষ্ট যাত্রীবাহী গাড়ির প্রায় অংশ পুড়ে যায়। গাড়িটি পশ্চিম চরণদ্বীপ আবুল কালাম চৌধুরী ছেলে আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর।
এ বিষয়ের গাড়ির মালিক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, গাড়ি কাজ করানোর জন্য চৌধুরী হাট নিয়ে গিয়েছিলাম। হঠাৎ সেখানে ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। এতে অনেক আনুমানিক ১০লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনা সূত্রে জেনেছি, ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে প্রায় ৩ লক্ষাধিক সম্পদের ক্ষয়ক্ষতি হয় এবং আনুমানিক ১০লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com