মোঃ আশিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি:
শোকের মাস আগস্ট উপলক্ষে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের স্মরণে একটি শোক র্যালী উপজেলার প্রধান প্রদক্ষিণ করে। এই র্যালীর মাধ্যমে শোকর মাস শুরু করে স্থানীয় আওয়ামী লীগ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ( ১ আগস্ট) বেলা ১১ টায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার, বেলকুচি উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলনের নেতৃত্বে শোক র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীটি প্রদক্ষিণ করে মুকুন্দগাঁতী বাজার যাত্রী ছাউনী এসে সমবেত হয় ও শোকের মাসের বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
শোক র্যালীতে অংশ নেয় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে শোক র্যালী প্রাণবন্ত করে তোলে
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com