রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি:-
সিলেট সদর উপজেলার সামাজিক সংগঠন বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৩ সালের এসএসসি, দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আগামী ০৯ সেপ্টেম্বর ২৩, শনিবার বাদ যোহর স্থানীয় দশগ্রাম বাজারে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আশফাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোগলগাঁও ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া, বৃহত্তর দশগ্রামের প্রবীণ মুরব্বি, দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ ফজলু মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর আলতাফ হোসেন সুমন।
এ ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত অনুষ্ঠানে বৃহত্তর দশগ্রামের এসএসসি দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও আপামর জনসাধারণকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তোলার জন্য আহবান জানিয়েছেন বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান ময়না ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com