শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
কংগ্রেস নিউজঃ
দেশের বুদ্ধিজীবীদেরকে কথা, চিন্তা, চেতনা ও কর্মে নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। ব্যক্তিস্বার্থের চেয়ে দেশ ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে দেশে গণতন্ত্র ও গণঅধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহবান জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন তিনি।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, দুএকটি দলে বিভক্ত হয়ে দেশের সম্মানী ব্যক্তিরা ওইসব দলের প্রতি আনুগত্য দেখাতে সত্যের অপালাপ ঘটাচ্ছেন এবং কখনো কখনো অসত্যের সাথে আপোষ করছেন। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছেন।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব বলেন, দেশে ভোটাধিকার লংঘন, দুর্নীতি, অর্থ পাচার, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানামুখী সমস্যা থাকলেও সে সম্পর্কে দেশের বুদ্ধিজীবীরা লেখেন না বা কথা বলেন না। বিশেষ দল বা ব্যক্তিকে খুশী করতে কী করবেন সেদিকে তাদের নজর বেশি দেখা যাচ্ছে। একই ব্যক্তি বা বিষয়ে অসংখ্য বই বেরুচ্ছে, কিন্তু দেশের শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য খাতে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে গবেষণা হচ্ছে না।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই আইনজীবী বিবৃতিতে বলেন, যে কোন দেশ বা জাতির উন্নয়নে বুদ্ধিজীবীরা রাজনীতিকদের পথ দেখান, কিন্তু বাংলাদেশে এখন বুদ্ধিজীবীরা রাজনীতিকদের পদাঙ্ক অনুসরণ করেন যা নতুন প্রজন্মের কাছে খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে। শিক্ষক ও বুদ্ধিজীবীদের কাছ থেকে ভালো নির্দেশনা ও উপদেশ না পাওয়ায় নতুনরা সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারছে না বলে মনে করেন তিনি
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।