মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
আজ শনিবার ৪ই মে মাগরিবের নামাজের পর গোপালগঞ্জ এর কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি গোপালগঞ্জ জেলার সর্ববৃহত শপিং কমপ্লেক্স এ্যাডভান্স জামান সেন্টার, এনআরবি ব্যাংকের স্বত্বাধিকারী এবং একাধিক মসজিদ মাদ্রাসা ও এতিম খানার নির্মাতা এম. বদিউজ্জামান তার নিজ বাস ভবন গোপালগঞ্জ এলজিডি এর মোড় সুফিয়া ভবনে বিরাট এক দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠানের আয়োজন করেন।
দোয়া ও মিলাদ মাহফিলের পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের বড় হজুর মুফতি হাফিজুর রহমান।
দোয়ার অনুষ্ঠানটির সার্বিক পরিচলেনা করেন মুন্সী রাকিবুজ্জামান রাকিব।
আনুষ্ঠানে সকল মসজিদ মাদ্রাসার এতিম, মসজিদের ইমাম, মোয়াজ্জেম, শহরের গন্যমান্ন ব্যক্তিবর্গ, পৌর কাউন্সিলর, রাজনৈতিক নেতা ও তার নিজস্ব আত্মীয় স্বজনেরা সহ প্রায় ১ হাজার লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মহফিল শেষে এম বদিউজ্জামান সকলের কাছে মাফ চেয়ে বলেন, আমার বয়স হয়ে গেছে কখন আল্লাহর ডাক পড়ে যায়, আমি যদি কখনো কোন ভুল, অন্যায় কিছু করে থাকি বা আমার কথায় ও কাজে কোন কষ্ট আপনারা পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।তিনি উপস্থিত সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com