খবর অনলাইনঃ
সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সদস্য তারানা হালিম বলেছেন, বিএনপি সন্ত্রাসী সংগঠন।
তারা শান্তিপূর্ণ আন্দোলন বলতে বলতে কখন অশান্তি আন্দোলনে নেমে যায়, এর গ্যারান্টি দিতে পারে না। আমরা শনিবার দেখেছি, পুলিশের ভ্যানে আক্রমণ করা হলো, এ সময় প্রায় ১৭ পুলিশ সদস্য আহত হন, একজন গুরুতর আহত, সেইসঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। অনেকেই হাসপাতলে রয়েছেন। একজনের কবজি কেটে নিয়ে গেছে। এর চেয়ে নৃশংসতা আর কী হতে পারে। আপনি যে দলই করেন না কেন, আপনাকে মানবিক হতে হবে।
রোববার (৩০ জুলাই) সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তারানা আরও বলেন, বিদেশি সংগঠনের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে, সে চিঠিতে বলা হয়েছে, যদি কেউ নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করেন বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অরাজকতার চেষ্টা করেন, তাহলেও তারা ব্যবস্থা নেবেন। এবার আমরা দেখার অপেক্ষায় আছি, তারা বিএনপির বিরুদ্ধে বিজ্ঞপ্তি কিংবা বিএনপিকে উদ্দেশ করে কী পত্র কিংবা কী স্যাংশন দেয়। বাসে অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলা যদি বিদেশিদের কাছে কোনো অপরাধ মনে না হয়, তাহলে বুঝে নিতে হবে কোনো উদ্দেশ্যে লবিস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েই অর্থের বিনিময়ে তারা এ কাজটি করেছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com