সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সাতক্ষীরা :-
সাতক্ষীরার সদরের বি.ডি.এফ প্রেসক্লাবে সাতক্ষীরা থেকে প্রকাশিত মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটর’স এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বি, ডি , এফ প্রেসক্লাবের সভাপতি- শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিওর ক্রপস লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও জেলা জিয়া পরিষদের সহ সভাপতি আবু জাফর মো: সালেহ, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলু, ভালুকা চাঁদ পুর মডেল হাইস্কুলের সহ: প্রধান শিক্ষক আল কালাম আবু অহিদ বাবলু, সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক খুরশিদ আলম, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো: আবুল হাসান, বিএনপি নেতা শাহাজাহান সিরাজী ও ইয়াকুব আলী, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সামাদ,গ্রাম ডাক্তার মো: জিয়াউর রহমান প্রমূখ । এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সহ সভাপতি জি এম আমিনুল হক, সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী, শামীম রেজা, আবু সাইদ, মোঃ ইমরান, শরিফুল আলম রানা, আছাদুল ইসলাম সহ সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ।শিক্ষক ও সাংবাদিক মো: মুকুল হোসেনের সঞ্চালনায় এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দ্য এডিটরস এর নিজস্ব প্রতিনিধি মো: মেহেদী হাসান শিমুল।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।