মোঃ আপেল মাহমুদ রাজু
পুঠিয়া উপজেলা প্রতিনিধি
এই পথ যদি শেষ না তবে কেমন হতো বলতো। ভালই হতো যদি পথটা চলাচলের যোগ্য হতো। কিন্তু চিরচেনা গানটির মতো হয়তো কেউ চাইবেনা ধান ক্ষেতের মত রাস্তায় চলতে। আর তাই প্রতিবাদ হিসেবে এমন ঘটনায় ঘটেছে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায়।
ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের ছোয়া পেয়েছে প্রায় সব জায়গায়। যে দেশ মহাশূন্যে স্যাটেলাইট পাঠাতে পারে সে দেশের রাস্তার এমন অবস্থা যেখান দিয়ে মানুষ চলাচল সম্ভব না অথচ এই রাস্তা প্রতিদিন শতশত মানুষ চলাচল করে কষ্ট করে জীবন জীবিকার জন্য রাস্তাটি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার অন্তরগত ৬ নং জিউপাড়া ইউনিয়নের ২ং ওয়ার্ড এর বারপাখিয়া গ্রামের ভেতর দিয়ে গেছে।
এই গ্রামে বাস করেন সরকারী চাকরী জীবি সহ নানান পেশার মানুষ। অল্প একটু বৃষ্টিতেই কাদায় চলাচলের অনুপযুক্ত হয়ে পরে রাস্তাটি মালামাল বহনকারী গাড়ী এখানে প্রবেশ করতে পারে না তাই নানা অসুবিধায় পড়তে হয় গ্রামবাসীকে। এছাড়া স্কুল কলেজগামী ছাএ ছাএী দের চলাচল খুবই কষ্টকর হয়ে পরে অল্প একটু বৃষ্টিতেই এলাকা বাসীরা জানান জন প্রতিনীধীদের বার বার জানানোর পরও এর কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনার জন্য এমপি মহাদয়ের দৃষ্টি আর্কষনের জন্য অনুরোধ করছেন এলাকাবাসী। তাদের অভিযোগ নির্বাচন এর আগে সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা কথা দিলেও পরে তার ক্ষমতায় থাকা ১০ বছরেও তিনি তার কথা রাখতে পারেননি। এলাকাবাসীর অনুরোধ বর্তমান এমপি মহাদয় প্রফেসর ডাঃ মনসুর রহমান অবশ্যই ব্যাপারটি দ্রুত বিবেচনা করে দেখবেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com