রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
লেখক, মৌসুমী আক্তার,
চারি দিকে পাপাচার দুনিয়াতে আজ হাহাকার
করোনায় করাল গ্রাস আজ সমাজের বিবেকটার ।
ক্ষমতার দাপুটে দেখ জনতার কোনঠাস
সমাজটা ছেয়ে গেছে দূর্নিতী আর হাহুতাস ।
আবহমান ধরাতে দেখ কত নগ্নতার ইতিহাস
তুমি কি শুনিতে পাও নিপীড়িতের দীর্ঘশ্বাস ?
বিবেকটা পঁচে গিয়ে সে যেন এক মৃত লাশ
বদ্ধ খাঁচায় মিছামিছি বেঁচে থাকার অভিলাষ ।
যুদ্ধে যুদ্ধে আজ দেখেছি পৃথিবী যেন মৃতপ্রায়
তবুও হৃদয়েতে পুষে রাখি বেঁচে থাকার অভিপ্রায় ।
জগত সমাজ বিকলাঙ্গ হিংস্রতার খাঁচাতে
বিবেকটা জাগাও হে বীর জনপদ বাঁচাতে ।
মানবতার শিকড়টা আজ আমাজনে বন্দি
শংকায় শংকিত নয় ওরা আঁটে নানা ফন্দি ।
আকাশেতে ঝড় এলে বাতাস দেখ দমকায়
ঘর থেকে বের হতে আজ ভয়ে হৃদয় চমকায় !
মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে নিথর নিস্প্রান দেহ
বীর তুমি আগে বাড়ো বুকে তুলে নিবেনা কেহ ।
ঘুনে ধরা সমাজেতে আজ চারদিকে ছারপোকা
মজলুমের অধিকার কেড়ে দিচ্ছে শুধুই ধোকা ।
প্রত্যেকে প্রত্যেকের স্থানে আজ দেখ কত নাজেহাল
চোখে ধুলা দিয়ে ত্রান চুরি এইটাই ডিজিটাল।
বজ্রকন্ঠে বলি ,আজ চল গাই মানবতার জয়গান
কলুষিত এই সমাজটা বাঁচাই করি দূর্নিতীর অবসান ।।
Mowsumi Aktar
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।