স্বপন রবি দাস,হবিগঞ্জ সদর উপজেলার প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রাকের সাথে অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক নিহত হয়েছেন। নিহত সিএনজি চালক হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের ফজলু মিয়ার ছেলে তোফায়েল আহমদ (২৪)। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, দৌলতপুর গ্রামের আজগর আলী (৫০), একই গ্রামের মাসুদা আক্তার (৩৫), বাহুবল পল্লী বিদ্যুতের স্টাফ মুসলিম মিয়া (৪০)।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় এ দুর্ঘটনার তৈরি হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রেখেছেন উত্তেজিত জনতা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত
মহাসড়কে অবরোধ চলছে। বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন।
সড়ক অবরোধ ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আলমগীর কবির।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com