মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০জন।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটের সময় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড ও পঞ্চবটি গ্রামের মধ্যবর্তী স্থানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪), বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। কাশিয়ানী থানা পুলিশ ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাওয়ায় থানা পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনার খবর পেয়ে
ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায়
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খুলনা থেকে ছেড়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com