বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাংগাইলের বাসাইল উপজেলায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। লকডাউনের দশম দিনে এ উপজেলায় ১০জনকে ১১হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১০জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
জানা যায়, প্রতিদিনের ন্যায় কঠোর লকডাউনের দশমদিনেও উপজেলা প্রশাসন ও বাসাইল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপ্রয়োজনে লোকজনের চলাচল ঠেকাতে উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন প্রতিদিন একাধিকবার অভিযান পরিচালনা করছেন। অাজ ১০ জুলাই অপ্রয়োজনে ঘুরাফেরা ও মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্যবিধি ভঙ্গ করার দায়ে ১০জনকে ১১ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমান অাদালতের মাধ্যমে মোটরবাইকের কাগজপত্র ও যানবাহনের চলাচলের বৈধতা যাচাই করা হয়। বাসাইল থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, ‘সরকার কর্তৃক আজ লকডাউনের দশমদিন চলছে। লকডাউন বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যারা অপ্রয়োজনে চলাচল করছে তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে। এছাড়াও মানুষকে সচেতন করতে আমরা মাইকিং-এর ব্যবস্থা করেছি। অাগামীকাল থেকে প্রশাসন লকডাউন বাস্তবায়নে অারো কঠোর হবে। ’
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।