বিশেষে প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম
বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে যুবকদের উদ্যেগে প্রতিবছরের ন্যয় এবছরও রাস্তার দুপাশে ঝোপঝাড় পরিস্কার এবং ফলজ বৃক্ষরোপণ করা হয়।
বর্ষার মৌসুম অাসলেই এডিস মসার বিস্তার দেখা দেয় তাই জাহানগী নগর এলাকার যুবকেরা নিজ উদ্দ্যেগে অাগরপুরে রাস্তা থেকে সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয় প্রর্যন্ত রাস্তার দুপাশের ঝোপঝার পরিস্কার করে ফলজ বৃক্ষরোপ করে তাল গাছ কাঁঠাল গাছ অাাম গাছ নারিকেল গাছ।
এসময় যুবকদের প্রতিনিধি মোঃরমিম মাতুব্বর বলেন,সারা বাংলাদেশে সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হয় এবং নিজেদের এলাকার পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে এডিস মসার অাক্রমন থেকে বাচতে পারে এবং অামরা যদি বৃক্ষরোপণ করি নিজ উদ্দ্যেগে তাহলে পরিবেশ অাবার তার অাসোল রুপ ফিরে পাবে অামরা এই কাজ গুলো করলে দেশ খুব সহজেই সুন্দরময় হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com