বান্দরবান প্রতিনিধি।
১০শে জুন থেকে বান্দরবানে চলছে লকডাউন এবং প্রশাসনের তথ্য মতে গত ১৬ই জুলাই লকডাউন তুলে ফেলা হয়েছে।
এই লকডাউনে বান্দরবানের পৌর মেয়র মহোদয় এক অনন্য দৃষ্টি স্থাপন করলেন।বান্দরবান সদরের প্রতিটি ওয়ার্ডে (১-৯নং) নিজের তত্বাবধানে এবং প্রতিটি ওয়ার্ড কাউন্সিলদের সহযোগিতায়,১০জন করে লোক নিয়ে সেচ্ছাসেবক দল গঠন করে তাদের জনগনের দেখাশুনা করার দায়িত্ব অর্পন করেন। যেকোন সময় যাতে সেচ্ছসেবকদের মাধ্যমে এলাকার মানুষ সেবা পায়।
মেয়র মহোদয় যেহেতু শুধু মেয়র নয়,ক্রীড়া জগতের সাথে জড়িত এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,সেহেতু বান্দরবানের সকল খেলোয়ারদের দেখাশুনা করার দায়িত্ব ওনার,সেই সুবাদে,বান্দরবান পার্বত্য জেলায় খেলাধুলা করে ও বান্দরবান জেলা দলের হয়ে খেলছে এমন খেলোয়ারদের খোঁজ-খবর নিয়ে তাদের লকডাউনের দুঃখ-সুখের কথা শুনেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন।
১০জন সিনিয়র ফুটবলারের মাঝে নগদ অর্থ প্রদান করেন এবং ৩৫জন সিনিয়র-জুনিয়র খেলোয়ারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভা মেয়র জনাব মোহম্মদ ইসলাম বেবী।
এসময় সাথে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ও বান্দরবান জেলা ফুটবল দলের কোর্চ বাবু অসীম বড়ুয়া।
ত্রান সামগ্রী ও নগদ টাকা গ্রহণ করার সময় খেলোয়াদের মাঝে উপস্থিত ছিলেন দীর্ঘদিন বান্দরবান ফুটবল দলের অধিনায়কত্ব করা খেলোয়ার মোঃ সোহেল রহমান,ক্য কৈ মার্মা,অং মার্মা,বাবলু বড়ুয়া বুথু, অংমে মার্মা,হ্লাচিং মার্মা, সাইফ স্পোর্টিং ক্লাবের খেলোয়ার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা খেলোয়ার জাফর ইকবাল,ছোটন দাশ,রিমন বড়ুয়া,জুনিয়র খেলোয়াদের মধ্যে রয়েছে -বাধন শীল,জুয়েল দাশ,প্রান্ত দাশ,ইমন রুবেল হিরা আরো অনেকে। খেলোয়াদের মধ্যে বাবলু বড়ুয়া বলেন লকডাউনে প্রাই ৪মাস ধরে খেলাধুলা বন্ধ,সবাই বন্দি অবস্থায় রয়েছেন,নেই কোন কাজ,এমন সময় মেয়র মহোদয় বান্দরবানের সকল খেলোয়ারদের খোঁজ খবর নিয়ে তাদের সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সামনের দিনগুলোতেও পাশে থাকবেন এমটাই প্রত্যাশা করেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com