শেখ সফিকুল ইসলাম সফিক,
বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধিঃ
বানিয়াচংঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা সদরের শরীফখানী মহল্লার বুরুজ পাড়ার আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব। নির্মল অক্সিজেন এবং সবুজায়ন করার লক্ষে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
পরে মডেল প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি সর্দার আজিমুল হক স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, বৃক্ষ রোপণের সাথে সাথে পরিচর্চা করতে হবে। বৃক্ষের মাধ্যমেই আমরা নির্মল অক্সিজেন পাই। কাজেই বাংলাদেশকে সবুজায়ন করতে হলে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেয়ায় বানিয়াচং মডেল প্রেসক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এসময় তিনি আরও বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। কাজেই সংবাদপত্রের সাথে জড়িত ব্যক্তিরা স্বচ্ছ ও ক্লিন ইমেজের হতে হবে। অভিযোগ আসার সাথে সাথে ভালোভাবে তথ্য-উপাত্ত নেয়ার পর ভিকটিমের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করতে হবে । বিশেষ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেমন রাষ্ট্রের প্রাণ, তেমনিভাবে হলুদ সাংবাদিকতা সমস্যা আরও সৃষ্টি করে। কাজেই সাংবাদিককে সত্যের উপর অটিল-অবিচল থাকতে হবে। পরে মডেল প্রেসক্লাবের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুল হক সেবুল ঠাকুর, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, লিলু আহমেদ ও ইউপি সদস্য মামুন আহমেদ প্রমুখ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com