বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি :
২৪’র স্বৈরাচার বিরোধী গণভ্যথ্থানে রংপুরে আবু সাঈদ নিহত হওয়ার দিন আজ ১৬ জুলাই ২০২৫ “জাতীয় জুলাই শহীদ দিবস’ সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসন কোনোরকম প্রচার ছাড়াই উপজেলা পরিষদ সভাকক্ষে নাম সর্বস্ব আলোচনা সভা করেছে। ইউএনও মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কয়েকজন ছাত্র প্রতিনিধি ও কয়েকজন সরকারী কর্মকর্তা ব্যতিরেখে সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেখা যায়নি। অপরদিকে উপজেলার বড়বাজারসহ ২০টির অধিক বাজারের কোনো দোকানপাটে জাতীয় পতাকা টানানো হয়নি, তবে কোনো বাজারে টানানো হলেও অর্ধনমিত সঠিকভাবে হয়নি। অপরদিকে প্রত্যন্ত অঞ্চলের প্রাইমারি স্কুল গুলোতেও পাতাকা টানাতে দেখা যায়নি। ফলে ৫ আগষ্টে জীবন বাজি রেখে তীব্র আন্দোলনকারী শত শত জনতার মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি মোতাব্বির হোসেন জানান, প্রশাসনের প্রচারের অভাবের কারণে অধিকাংশ মানুষই দিবসটি সম্পর্কে ওয়াকিবহাল হননি, তাই বাজারগুলোসহ ভিবিন্ন প্রতিষ্ঠানে পাতাকা টানানো হয়নি বলে ধারণা তার। ৫ আগস্টে আহত আব্দুর রাজ্জাক আল আমিন জানান, আমরা ৫ আগস্ট জীবন বাজী রেখে আন্দোলন করেছি, আমাদের সামনেই ৯ জন শহীদ হয়েছেন, কিন্তু আজ শহীদ আবু সাঈদ এর স্বরণে জুলাই শহীদ দিবসে বাজারগুলোতে পাতাকা টানানো হয়নি দেখে ভীষণ কষ্ট পয়েিেছ। তাদের দাবী যে বা যাদের গাফিলতির কারণে গুরুত্বপূর্ণ দিবসটির ব্যপ্তি ঘটেনি তাদেরকে আইনের অওতায় আনা প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী জানান, বাজারগুলোতে পতাকা টানানোর নির্দেশনা নেই, অন্যান্য প্রতিষ্ঠানে যদি টানানো না হয়ে তাকে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। জুলাই শহীদ দিবস ঢিলেঢালা পালনের বিষয়ে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।
ক্যাপশন- বানিয়াচংয়ের বড়বাজারের দৃশ্য, কোনো দোকনে নেই জাতীয় পতাকা।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com