স্টাফ রিপোর্টার:
শ্বশুর*বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না সাতক্ষীরা পৌর*সভার কর্মী ওবায়দুল্লাহর। দ্রুতগামি মামুন পরিবহন কেড়ে নিল তার প্রাণ। শনিবার সকাল সোয়া আটটার দিকে সাতক্ষীরা শহর*তলীর বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল্লাহ (৫৮) সাতক্ষীরা শহরের জজ কোর্ট সং*লগ্ন পলাশপোল সরকার পাড়ার ছবর আলীর ছেলে।
সাতক্ষীরা শহরের পলাশপোল সরকার*পাড়ার লিয়াকত আলী জানান, তার ভাই ওবায়দুল্লাহ সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ লাইনের কর্মী। শুক্রবার বিকেলে সে তার ডা*য়াং মোটর সাইকেলে সদর উপজেলার সীমান্তবর্তী ছনকা গ্রামে যায়। শনিবার সকালে সে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফির*ছিল। পথিমধ্যে সোয়া আটটার দিকে বকচরা মোড়ে বাইপাস সড়ক পার হওয়ার সময় যশোর থেকে সাতক্ষীরা*গামি মামুন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬৪৫) তাকে চাপা দেয়।
এতে ঘটনা*স্থলেই তার মৃত্যু হয়। জনতা ঘাতক পরিবহনটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেব কুমার সাহা জানান, দুর্ঘটনা কব*লিত মামুন পরিবহন ও নিহত ওবায়দুল্লার ক্ষতিগ্রস্ত মোটর সাইকেলটি জ*ব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নিহতের লাশ। তবে পরিবহনের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে