বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েল ইসলাম (৩৬) বাদী বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জুয়েল ইসলাম উপজেলার উত্তর গাঁওপাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে।
জুয়েল ইসলাম অভিযোগে জানান, তার ভাগ্নে রাব্বি (১৪) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসক আসাদুজ্জামান আসাদ রাব্বিকে যথাযথভাবে চিকিৎসা না দেওয়ায় তিনি প্রতিবাদ করেন। এরপর চিকিৎসক ও সংশ্লিষ্ট স্টাফরা জুয়েল ও তার সঙ্গে থাকা লোকজনের সঙ্গে খারাপ আচরণ করেন এবং মারধর করেন।
মারধরের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের THO আসাদুজ্জামান আসাদ (৪৮), মেডিকেল স্টাফ আব্দুল আজিজ (৫০), মেডিকেল স্টাফ (মাস্টার রোল) সোহেল (৪০), হাসপাতাল গেটের পাশের ওষুধের দোকান কর্মচারী এলিম (৩০), শাওন (৩০) ও মারুফ (২০)-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
উক্ত অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আসাদুজ্জামানের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দিলে তিনি কল কেটে দেন, পরে আবার চেষ্টা করা হলে তিনি কলটি আর রিসিভ করেননি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com