রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহঃ
বাঘা উপজেলার হতদরিদ্র,অসহায়,কর্মহীন অবহেলীত,নিপিড়িত মানুষের সুখে দুঃখে পাশে থাকা এক জন প্রকৃত বঙ্গবন্ধু আদর্শের মুজিব সৈনিক সামিউল আলম নয়ন সরকার। ২৫ বছরের রাজনৈতিক জীবন নিজের জন্য নয়, ভেবেছেন শুধু অসহায়, দুস্থ মানুষের কথা। থাকতে চান সর্বদা তাদের পাশে। এই ধারাবাহিকতা নিয়েই নয়ন সরকারের পদচলা।বর্তমানে এই মহামারি
করোনা ভাইরাস ও লকডাউন পরিস্থিতিতে রাজশাহীর বাঘা উপজেলার হতদরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করেছেন তিনি।
সোমবার(১০মে) সকাল ১১ টায়,বাঘা উপজেলার ৩ নং পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর এলাকার হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।।
উপজেলার ৩ নং পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সামিউল আলম নয়ন সরকারের উদ্যোগে ৮০ জন হতদরিদ্র মানুষের মাঝে ৫০০ টাকা করে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় সামিউল আলম নয়ন সরকার বলেন,দেশ যখন উন্নয়নের দিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময় মহামারী করোনা আমাদেরকে অর্থনৈতিক সংকটে ফেলেছে। এখন ব্যবসা-বানিজ্য বন্ধ প্রায়। আমরা সবাই সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা জানায় যেনো এই করনো সংকট অতি দ্রুত নিরসন হয়।
সুজন আহমেদের সার্বিক সহযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশিক,পিপুল, মিন্টু,মাসুদ, মাসুম,হানিফ,সাব্বির,প্রমুখ।
হাবিল উদ্দিন\01708535503
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।