রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহীঃ
রাজশাহীর বাঘা উপজেলার ১নং বাজুবাঘা ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে ভাতা টাকা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার(২৮ জানুয়ারী) ২৯৪ জন প্রতিবন্ধীর মাঝে এই ভাতার টাকা প্রদান করা হয়।ভাতা প্রদানকালে উপস্থিত ছিলেন ১নং বাজুবাঘা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রনজু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অফিসার, ইউনিয়ন সমাজ কর্মী আব্দুর রহিম, ক্লারিক্যাল অফিসার মোঃ সোয়াইব।বাজুবাঘা ইউনিয়নের মোট নয়টি ইউনিয়ন ওয়ার্ডে ২৯৪ জন প্রতিবন্ধি ব্যক্তিদের ভাতা প্রদান করা হয়। দীর্ঘ ৭মাস পর তিন মাসের (আগষ্ট, সেপ্টেম্বর, অক্টোবর) ২২৫০ টাকা ভাতা প্রদান করা হয়েছে।এসময় ১নং বাজুবাঘা ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রন্জু বলেন,আমরা বাজুবাঘা ইউনিয়নে প্রকৃত প্রতিবন্ধীদের মাঝে এই ভাতার টাকা বিতরণ করছি। বর্তমান প্রধানমন্ত্রী যদি প্রতিমাসের ভাতা প্রতি মাসে দিতেন তাহলে এ অসহায় গরীব দুঃখী মানূষগুলোর আরও উপকারে আসতো। পরবর্তী ভাতার টাকা গুলো নগদ একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে বলেও তিনি জানান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।