বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী বাঘায় সতেরো বছর আগের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিটন‘কে আটক করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটার দিকে বাঘা পৌরসভার চক নারায়ণপুর পালপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। আটককৃত আসামী নারায়ণপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম লিটন (৪২)।
র্যাব-৫ এর সূত্রে জানাযায়, রাজশাহী জেলার বাঘা উপজেলার চক নারায়ণপুর পালপাড়া নামক এলাকায় ০১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছদ্মবেশ ধারণ করে,দীর্ঘদিন যাবত আত্মগোপনে আছে। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-৫ এর গোয়েন্দা দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে সাজাপ্রাপ্ত আসামীর বিষয়টি নিশ্চিত হয় এবং একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামীকে আটক করতে সক্ষম হয়। উক্ত আসামীর বিরুদ্ধে বাঘা থানায় গত সতেরো বছর পূর্বে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হয় এবং তার বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।
উক্ত আসামীকে রাজশাহী জেলার বাঘা থানা পুলিশের নিকট হস্তান্তর করলে তারা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com