বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর সকলের অংশগ্রহণে কালো ব্যাজ ধারণ, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এবং প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুনসুর রহমানের
সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করার ষড়যন্ত্রে দেশের শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক,মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান, বাঘা উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান, মোজাহার হোসেন মহিলা কলেজের প্রভাষক আলী আজম, ইসলামী একাডেমির প্রধান শিক্ষক আব্দুল হামিদ,শিক্ষার্থী ফাতেমা রনক,নাফিস ইকবাল,নওশিন ইয়াসমিন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
দোয়া মাহফিলে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com