বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
বাঘা(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে জামিল হোসেন(৫)নামের এক শিশু। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮ টার দিকে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে দিঘা বাজারের পূর্ব পার্শ্বে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশু চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মন্জুর রহমানে ছেলে।
জানা যায়, গত কিছু দিন আগে খেলতে গিয়ে জামিলের হাত ভেঙ্গে যাওয়ায় মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য গবোরগাড়ী কবিরাজের কাছে যাওয়ার পথে দিঘা আঠালিয়াপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানগাড়ী উল্টে পড়ে চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারান ওই শিশু। গুরুত্বর আহত অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছের ওই শিশুর মা। খুবই হৃদয় বিদারক এ ঘটনায় ভেঙ্গে পড়েছেন ভ্যান চালক পিতা মন্জুর রহমান।
এ সময় এলাকার লোকজন রাজ মেট্রো ড-১১-০১৭৪ নম্বরের বালুবাহী ট্রাক ও চালক প্রনয় কুমার সহ একজন লেবার কে আটকে রাখে। পরে তাদের পুলিশে হস্তান্তর করেন। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাউসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, এ ঘটনায় চালক সহ ২জনকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।