বুধবার, ০৭ মে ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি ও রাজশাহী জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো: শরিফুল ইসলাম।
সোমবার (৫ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন।
এসময় ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা, সেম্পুল ঔষধ রাখা এবং ফার্মেসীতে বিক্রয় যোগ্য নয় এমন ঔষধ পাওয়ার অপরাধে উপজেলার আড়ানী পৌর বাজারের মেসার্স আনোয়ারা ফামেসীকে ৩ হাজার ও মেসার্স শাফি মেডিকেল স্টোরে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে সকল ঔষধ ফার্মেসীদের কে সঠিক ভাবে ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ, সেম্পুল না রাখা এবং ফামেসীতে বিক্রয় যোগ্য নয় এমন ঔষধ না রেখে ব্যবসা পরিচালনা করার সু পরামর্শ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভিন্ন ভিন্ন ধারাতে তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।