বাঘা উপজেলা প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের অংশগ্রহণে স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই)বিকাল ৩ ঘটিকায় বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ে বাজিতপুর স্বপ্নসারথি দলের ২৪ তম জীবন দক্ষতা উন্নয়ন সেশনের মাধ্যমে স্বপ্নের মেলাটি পরিচালনা করেন কর্মসূচির উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মমিনুল ইসলাম,সিও( সেলপ) বাঘা।
এ মেলায় স্বপ্নসারথি কিশোরীরা তাদের স্বপ্নগুলো উপস্থাপন করে। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক,পাইলট সহ যে যা হতে চায় তার প্রতিকৃতি,গল্প, ছবির মাধ্যেমে উপস্থাপন করে। মেলায় তারা চারটি দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন ভাবে সেজে চারটি স্টলে তাদের স্বপ্নগুলো সাজায়। এক এক করে সকলে চারটি ষ্টল ঘুরে দেখে তাদের স্বপ্নের বিষয়ে একে অপরের সাথে মতবিনিময় করেন।
এ স্বপ্নের মেলা আয়োজন কিশোরীদের বাল্যবিয়ে প্রতিরোধের মাধ্যমে আত্মনির্ভরশীল জীবন গঠনে তাদের স্বপ্নগুলোকে আরো প্রসারিত ও বাস্তবায়নে সহযোগিতা করবে।
উল্লেখ্য ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে মুক্ত জীবন,পরিবার ও সমাজ গঠনে রাজশাহীর বাঘা উপজেলার আটটি গ্রামে ২০০ জন ১৩-১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে এই কার্যক্রম টি বাস্তবায়িত হচ্ছে। জুলাই ২০২৫ মাসে এ ধরনের আটটি স্বপ্নের মেলা বাঘা উপজেলায় আয়োজন করা হবে বলে কর্মসূচির কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তিনি বাল্যবিয়ে মুক্ত বাঘা উপজেলা গঠনে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
স্বপ্নসারথি কিশোরীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস মায়েশা,এ্যামি খাতুন।,বৈশাখী খাতুন,খাদিজা আক্তার প্রমুখ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com