স্টাফ রিপোর্টার:
নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা অঞ্চলে বেল্লাল মণ্ডলের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৈধভাবে পরিচালিত ‘দিয়ার বাহাদুরপুর বালুমহাল’-এর ইজারাদার ইঞ্জিনিয়ার কাকনের বিরুদ্ধে ‘কাকন বাহিনী’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নদীপথে অবৈধভাবে বালু তুলতেন। প্রশাসন ওই স্থানটিকে বৈধ বালুমহাল ঘোষণা করে নিয়মিত টেন্ডারের মাধ্যমে ইজারা প্রদান করে। বর্তমানে ৯ কোটি ৭৬ লাখ টাকায় ‘মোল্লা ট্রেডার্স’ বৈধভাবে মহালটি পরিচালনা করছে।
জেল থেকে মুক্তি পেয়ে পিন্টু প্রতিদিন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন কাকনের কাছ থেকে। কাকন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় বিরোধ। পরে পিন্টু হাত মেলায় বাঘার কুখ্যাত সন্ত্রাসী বেল্লাল মণ্ডলের সঙ্গে।
বেল্লাল মণ্ডল দীর্ঘদিন ধরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে বাঘা, চারঘাট, লালপুর ও ভেড়ামারা থানায় একাধিক মামলা রয়েছে। অভিযোগ আছে, পদ্মা নদীর খাস জমি দখল করে বিক্রি করছে সে ও তার সহযোগীরা।
গত ২৭ অক্টোবর নিজ জমিতে খড় কাটতে গেলে বেল্লালের নির্দেশে হামলার শিকার হয়ে নিহত হন রাইটার লিটন। এই ঘটনায় তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হন।
স্থানীয়দের অভিযোগ, বেল্লাল মণ্ডল ও জাকারিয়া পিন্টু যৌথভাবে ইঞ্জিনিয়ার কাকনের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচার করছে, অথচ কাকনের বৈধ বালুমহালে গত পাঁচ বছরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন— বেল্লাল মণ্ডল ও তার চক্রকে দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com