বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় পুলিশের নিয়মিত অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার তিনজন আসামি আটক করা হয়েছে।
শনিবার (২৪ মে ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশের একাধিক টিম।
আটককৃতদের মধ্যে মাদক মামলায় দুই, চুরির মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি একজন রয়েছেন।
থানা সৃত্রে জানা যায়,রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জোতকাদিরপুর গ্রামে মৃত সোহরাব আলী মন্ডলের ছেলে হাসিবুল হাসান রিপন(৪০) কে ৫০০ গ্রাম গাঁজা ও একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম(৪৫)কে আট লিটার চোলাইমদসহ আটক করে।তাদের নামে বাঘায় মামলা নং যথাক্রমে ২৬(০৫)২৫ ও ২৫(০৫)২৫।
চুরির মামলায় জিআর নং ২৫৮/২৪ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি হলো উপজেলার বাজুবাঘা নতুনপাড়া গ্রামের ছাকাত আলীর ছেলে মিলন ইসলাম (৩৯)।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ বলেন,রবিবার(২৫ মে) সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com