বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় বিভিন্ন অপরাধে ১৩ জনকে আটক করেছে বাঘা থানা পুলিশ ও ডিবি। আটককৃত আসামীদের শুক্রবার(২৩ মে) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বাঘা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৮ জনকে আটক করেন। আটকৃতরা হলেন,ঝিনা গ্রামের ছমির উদ্দিনের ছেলে মহির(৫০),নাটোর জেলার বাগাতি পাড়া থানার বড় পাকা গ্রামের মৃত হারান কর্মকারের ছেলে সনাতন কর্মকার(৪৫),খাজের আলকর ছেলে হাবিবুর রহমান(২৯),রশিদ আলীর ছেলে ইদল(২০),জাহাঙ্গীর আলমের ছেলে ফিরোজ হোসেন(২০),পিতা মৃত আঃ রহমানের ছেলে জিয়াউর রহমান(৩৫), দেলশার প্রামানিক ছেলে আশাদুল প্রামানিক (৩৬),ও বাঘা উপজেলার চকরপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে ইমন আলী(২০), জিআর ওয়ারেন্ট মূলে ০২ জন, ও চুরি মামলায় বাউসা(টাউরী) গ্রামের ইমদাদুল হকের ছেলে শিমুল ইসলাম কাজল(২১),মালিয়ানদহ গ্রামের মৃত রুস্তম মালিথার ছেলে শাহাবুদ্দিন (৩৭) সহ মোট ১২ জন এবং ডিবি, রাজশাহী কর্তৃক জোতকাদিরপুর গ্রামের আফছার আলীর ছেলে ইসলাম আলীকে (৩২) ৫০০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ১৩ জনকে আটক করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com