বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর ) বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামীসহ তাদের আটক করেন।
জানা যায়, গোপন সূত্রে জানতে পেরে রাজশাহী শহরের মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে থাকায় গতরাতে ভোরের দিকে অত্র থানার সাব ইন্সপেক্টর জামাল হোসেনের নেতৃত্বে এএসআই মালেক এএসআই নাহিদ সঙ্গীও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী আসাদুল ইসলাম (৩৮)পিতা শামসুল ইসলাম ওরফে শামু গ্রাম কিশোরপুর ও অপর পলাতক আসামি হৃদয় খান ওরফে লাভলু (২৬)পিতা জ্বালম মন্ডল গ্রাম আলাইপুর উভয় থানা বাঘা জেলা রাজশাহীকে দ্বয়কে আটক করতে সক্ষম হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল ইসলাম জানান,হত্যা মামলার আসামি সুরুজ মিয়াকে রিমান্ড শেষে ও অন্য আসামীসহ নিয়ম অনুসারে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com