বাঘা,রাজশাহী,প্রতিনিধিঃ নতুন বছরকে স্বাগত, পুরাতন বছরকে বিদায় এই স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ ও সাংকৃতিক অনুষ্ঠানসহ বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার হাজারও মানুষ অংশ নেয়।
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট লায়েব উদ্দিন লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি জুয়েল আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোজাহার মহিলা কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী,বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সুবির ভৌমিক,আনসার ভিডিবি কর্মকর্তা মিলন কুমার দাস,গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন,বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী,মৎস্য কর্মকর্তাসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে বাঘা উপজেলা শিশু একাডেমী প্রাঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংকৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com