শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য রক্ষায় “তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলায় এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার(২৫ জুন) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী প্রথম পর্বে রেজিষ্ট্রেশন ও পরিচিতি শেষে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক বিস্তারিত আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি।
দ্বিতীয় পর্বে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক আলোচনায় করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো শফিউল্লাহ সুলতান,বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান আসাদ মীর মোঃ মামুনুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রমুখ।
আলোচনার মূল বিষয় তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, ধূমপানমুক্ত এলাকা গঠনের কৌশল, তামাক বিজ্ঞাপন নিষিদ্ধকরণ, তামাক কোম্পানির প্রভাব নির্মূলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।
প্রশিক্ষণে আলোচিত প্রধান বিষয়সমূহ
পাবলিক প্লেস ও যানবাহনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ,মোবাইল কোর্ট পরিচালনার পদ্ধতি,তামাকবিরোধী প্রচার,জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ
তামাক কোম্পানির প্রভাব নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন টাস্কফোর্স কমিটির সদস্য, কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী অফিসার প্রশিক্ষণের শেষ পর্যায়ে জানান, “এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়বে। জনস্বাস্থ্য সুরক্ষায় বাঘা উপজেলাকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণার লক্ষ্যে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।