বুধবার, ১৬ Jul ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভার শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
জুলাই স্মরণসভায় আহত ছাত্র-ছাত্রী পরিবারে সদস্যরা তাদের বক্তব্যে কান্নায় ভেঙে পড়েন। জুলাই আন্দোলনে নিহতের সাথে জড়িতদের বিচার ও আহতদের চিকিৎসা দাবি জানান।
বাঘা প্রতিবন্ধী অধিদপ্তরের কর্মকর্তা মুনসুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
উক্ত স্মরণসভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুল আল মামুন,মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান,সিনিয়র সাংবাদিক আঃলতিফ মিয়া,উপজেলা ছাত্রসমাজের প্রতিনিধি মোঃ হাফিজ উদ্দিন,জুলাই আন্দোলনের অংশগ্রহণ কারী আহত সদস্য আড়ানী পিয়াদাপাড়া এলাকার মোঃ বাদশা আলী,আড়ানী হামিদকুড়া এলাকার আঃ মালেকসহ এক ছাত্রী,এনসিপি উপজেলা প্রতিনিধি মনারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান, প্রকল্প কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,শহীদ আহত পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরিশেষে উপজেলা মডেল মসজিদ ঈমামের দোয়ায় জুলাই আন্দোলনে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে স্বরণসভাটি শেষ হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।