বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
আমার সিদ্ধান্ত আমার অধিকার,বাল্যবিয়ে রুখবো এবার - স্লোগান কে ধারন করে রাজশাহীর বাঘা উপজেলায় বাঘা পৌরসভার বাজুবাঘা নতুনপারা গ্রামে এক ঝাঁক স্বপ্নসারথি কিশোরী নিয়ে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরনে আত্মবিশ্বাস আর প্রেরনার ডানায় ভর করে রূপান্তরিত হলো নতুন পথের সন্ধান।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বাঘা উপজেলা শাখার আয়োজনে ২২ জুলাই, মঙ্গলবার,বিকেল ৪ ঘটিকায় এ উপলক্ষে আয়োজিত ২৪ তম জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও স্বপ্নের মেলা পরিচালনা করেন বাঘা উপজেলার অফিসার(সেলপ) মোঃ মোমিনুল ইসলাম। প্রথমে ২১ জুলাই, ২০২৫ ঢাকায় বিমান দূর্ঘটনায় নিহত ও আহত সকল শিক্ষার্থীদের প্রতি শোক, সমবেদনা ও দোয়া কামনা করা হয়। এরপর শুভেচ্ছা বিনিময় ও সেশন ভিত্তিক আলোচনার পর অংশগ্রহণকারী স্বপ্নসারথি কিশোরীরা দলীয়ভাবে স্টল ভিত্তিক স্বপ্ন পূরনের প্রতিকৃতি শীর্ষক পারস্পরিক মতবিনিময় করেন।
স্বপ্নকে ছুঁয়ে দেখি পর্বের মাধ্যমে কিশোরীরা লালিত কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে বিভিন্ন ধাপ ও করনীয় বিষয়ে স্বপ্ন মেলার মাধ্যমে আরও উজ্জীবিত ও নতুন পথের সন্ধান খুঁজে পান।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে কিশোরী ফারহানা আফরিন বলেন "একজন আদর্শ মানুষ ও স্বপ্ন পূরনের বাস্তব অভিজ্ঞতা পেয়েছি ব্র্যাকের স্বপ্ন সারথি দল থেকে। আমার স্বপ্ন আমি বিসিএস কর্মকর্তা হবো।
তানিয়া আক্তার বলেন" আমি আমার নিজের বাল্যবিয়ে বন্ধ করার শক্তি ও সাহস পেয়েছি। আমি একজন নার্স হতে চাই"।
তৃষা খাতুন বলেন "নিজেকে অনেক দূর্বল ভাবতাম।এখন আমি নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারি। আমি বাল্যবিয়ে মুক্ত থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরনে এগিয়ে চলেছি।আমি অসহায় মানুষের সেবা করতে চাই"।
পরিশেষে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গল্প বলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন হাফেজ হযরত মাওলানা সাখাওয়াত হোসেন পলাশ(পেশ ইমাম), মোসাঃ রুমা বেগম,মোসাঃ পাপিয়া সুলতানা পাখি ও মোঃ মোমিনুল ইসলাম সিও( সেলপ)বাঘা।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com