বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় মনিগ্রাম স্বপ্নসারথি কিশোরী দলের আয়োজনে জীবনের লক্ষ্য পূরনে ব্যতিক্রমী স্বপ্নমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৮ শে জুলাই) বিকেল ৪ ঘটিকায় মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় হল রুমে ২৪ তম জীবন দক্ষতা উন্নয়ন সেশনের মাধ্যমে বাল্যবিয়ে মুক্ত থেকে তৃনমুল পর্যায়ের কিশোরীদের আত্মনির্ভরশীল ও কাঙ্ক্ষিত স্বপ্ন পূরনে উজ্জীবিত করতে মনোমুগ্ধকর এ স্বপ্নমেলা অনুষ্ঠিত হয়েছে।
বাঘা উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট জনাব সাবিহা সুলতানা ডলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বপ্নমেলা উপভোগ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা পদ্মা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাবিল উদ্দিন। আরও বক্তব্য রাখেন মোঃ মমিনুল ইসলাম সিও (সেলপ) বাঘা। ব্র্যাক সেলপ কর্মসূচির উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম এর পরিচালনায় স্বপ্নসারথি কিশোরী, অভিভাবক,শিক্ষক অনুষ্ঠানে প্রানবন্ত অংশগ্রহণ করেন। প্রধান অতিথি কিশোরী দলের সদস্যদের নিয়ে স্বপ্নের ছবিগুলো প্রদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) স্বপ্নসারথি কিশোরীদের জীবনের স্বপ্ন পূরনের ছবিগুলো দেখে ভূয়সী প্রশংসা করেন। একই সাথে স্বপ্ন পূরনের জন্য প্রবল আত্মবিশ্বাস ও সঠিক লক্ষ্য স্থির থাকার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন স্বপ্ন এবং লক্ষ ঠিক থাকলে দারিদ্র্যতা কোন বাঁধা হয়ে দাড়াতে পারে না। এ জন্য তিনি স্বপ্নসারথি কিশোরী দলের সদস্যদের পড়াশোনার পাশাপাশি ক্ষুদ্র পরিসরে টিউশনি সহ আয় মুখী কর্মকান্ডে অংশগ্রহণের আহ্বান জানান। বাল্যবিয়ে মুক্ত টেকসই উন্নয়নমুখী স্বপ্নীল জীবন গঠনে কিশোরীদের নিয়ে ব্র্যাকের এই কার্যক্রম চলমান থাকার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক হাবিল উদ্দিন বলেন ব্র্যাক প্রান্তিক পর্যায়ের মানুষ জীবন নিয়ে কথা বলে। তারই বাস্তব প্রমান আজকের এই অনুষ্ঠান। তিনি আরও বলেন বাল্যবিবাহ সহ সামাজিক সকল অবক্ষয় প্রতিরোধে সাংবাদিক সমাজ সব সময়ে ইতিবাচক কাজ করে যাচ্ছে। বাল্যবিয়ে মুক্ত বাঘা উপজেলা গঠন এবং স্বপ্নসারথি কিশোরীদের আগামি সুন্দর ভবিষ্যত বিনির্মানে সাংবাদিক সমাজ পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত অংশগ্রহণকারীদের সাথে নিয়ে কবিতা আবৃত্তি, গল্প আড্ডা ও বাল্যবিয়ে প্রতিরোধে বিনোদন মূলক গান অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী সকল কিশোরীদের মাঝে প্রধান অতিথি স্বাস্থ্য সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com