বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ ২৫শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেশন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় রাখেন, বাঘা উপজেলা চেয়ারম্যান এডভোকেট লায়েব উদ্দিন লাভলু,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী,বীর মুক্তিযোদ্ধা সোলায়মান,বীর মুক্তিযোদ্ধা জনাব আলী,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,শাহদৌল্লাহ সরকারী কলেজের প্রফেসর সুখি পান্ডে।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,মৎস্য কর্মকর্তা,নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম,আনসার ভিডিপি অফিসার মিলন কুমার দাস,উপজেলা মসজিদের পেশ ইমাম সুলতান,ভিএস শরিফুল ইসলাম,সাবেক কাউন্সিল সাইফুল ইসলাম টগর,এস আই জয়দেব সহ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদকর্মী ও সুধীজনেরা উপস্হিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদদের রুহের প্রতি মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ৷
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com