সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
মঞ্জুর রহমান মুন্না,বাগমারা(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ট্রেনে কাঁটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার যোগিপাড়া ইউনিয়নের বাজেকোলা গ্রামে।
সোমবার ভোরে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে উপজেলার বীরকুৎসা রেলওয়ে স্টেশনের পার্শে তাঁর খন্ডিত লাশ দেখতে পাওয়া যায়।
এলাকাবাসী জানান, লাশের মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছিলনা। তবে লাশের পার্শে পড়ে থাকা একটি বন্ধ মুঠোফোন চালু করে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে সকাল ১১টার দিকে তাঁরা এসে পোশাক দেখে লাশ শনাক্ত করেন। ট্রেনের নিচে মাথা দিয়ে তিনি আত্মহত্যা করতে পারে বলে পরিবার ও এলাকার লোকজন জানিয়েছেন। তবে কোনো ট্রেনে তিনি কাটা পড়েছেন তা জানা সম্ভব হয়নি।
পরিবারের পক্ষ থেকে জানান হয়, গতকাল রোববার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন রফিকুল। বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন তাঁর সন্ধানের চেষ্টা করেও পাননি। মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগও করা যায়নি।
নিহত রফিকুল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন দাবি করেন মানসিক অশান্তির কারনেই তিনি আত্মহত্যা করেছে। কারন জমা-জমা বিক্রি, ঋণ ও জমানো টাকা খরচ করে মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন। তবে প্রতারিত হয়ে দেশে ফেরার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি। তাঁর কোনো শত্রু বা কারোর সঙ্গে বিরোধ ছিল না বলেও নিশ্চিত করেন স্ত্রী তানজিলা।
এদিকে, যোগিপাড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. তৌহিদুর রহমান বলেন, দুর্ঘটনার কথা আমি শুনেছি। ঘটনাস্থল আমার এলাকায় হলেও যেহেতু ট্রেনে কাঁটার ব্যাপার তাই বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।