সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
পটুয়াখালী বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় কিছু এলাকায় গত পাঁচ থেকে ছয় মাস ধরে কোনো বৃষ্টি নেই ফলে পানির সংকটে ভুগছেন কৃষক ও সাধারণ মানুষ।
এবার যারা ব্রো ধান রোপণ করেছে তারাই বেশি এ সমস্যায় পতিত হয়েছে তবুও তারা নিকটতম খাল থেকে পানি সেচের মাধ্যমে কিছু হলেও সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছে তবে গত বছরের তুলোনায় খরচের পরিমাণ ছাড়িয়েছে দিগুণ।
আর যারা অন্য ফসল রোপণ করেছে যেমন কলইর ডাল, প্লেন ডাল, মুগ ডাল তাদের অনা বৃষ্টির ফলে ক্ষতির ভাগ নিতে হচ্ছে। অনেকের জমিতে ডাল রোপণ করেছে মাটি অতিরিক্ত শুকনো থাকার ফলে ফসল তেমন গজে উঠেনি, শিগ্রী বৃষ্টি না হলে ডাল তেমন হবে না। তাই কৃষকদের মুখে অস্থিরতার ছাপ বিরাজমান করছে।
এক টানা পাঁচ মাস তিব্র খাড়ার ফলে পুকুর ঘেরের পানি শুকিয়ে চাষকৃত মাছ মরার পরিমাণ ও বাড়ছে। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে পুকুরে পানি না থাকার কারনে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।