রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
নরসিংদী প্রতিনিধিঃ
মোঃ মনিরুজ্জামান মনির,
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও অর্থ সচিব খোরশেদ আলম চিকিৎসাধীন অবস্থায়
বুধবার (২৮ জুলাই) ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর (বর্তমানে যা মতিউর নগর) গ্রামে জন্ম নেওয়া দেশের এই বিশিষ্ট অর্থনীতিবিদ জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বড় ভাই।
মোঃ খোরশেদ আলম ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পঞ্চম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯২ সালের ২০ ডিসেম্বর গভর্নর হিসাবে দায়িত্ব লাভ করেন এবং ১৯৯৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত ওই পদে অধিষ্টিত ছিলেন।
তাঁর মৃত্যুতে রায়পুরার সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এম পি এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য এবিএম রিয়াজুল কবির কাউছার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসাইন সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ শোক বার্তা
জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।