শিহাব অাহম্মেদ-স্টাফ রিপোর্টারঃ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
বাংলাদেশ প্যারামেডিকেল ডক্টর এসোসিয়েশন ((বিপিডিএ))- এর সন্মানিত সদস্যগণ চিকিৎসা সেবা যখন জীবনের ব্রত হিসাবে নিয়েছে,তখন দুঃসময় ও রোগীদের পাশে অাছে,থাকবে ইনশাআল্লাহ।
আজ দেশে ভয়াবহ নোভেল করোনা ভাইরাস এর তীব্র ছোঁয়াছে রোগ জেনেও রোগীদের সেবা দিয়ে যাচ্ছে, বিপিডিএ এর সন্মানিত সদস্যেরা
তারা এই দুঃসময়ের একটি দিনের জন্য ও চেম্বার ছেড়ে পালাইনি।
অাবহমান কাল ধরে গ্রামের সাধারন মানুষের চিকিৎসা সেবায় অর্জিত ডাক্তার উপাধি সে তো সরকারের দেয়া খেতাব নয়, এটা গ্রামের সাধারন মানুষের দেয়া খেতাব।
তা-ও অাজ হারানোর সংশয়ে মানবতার সেবকেরা।
অথচ এ দেশের স্বাস্থ্য সেবায় নিবেদিত বিপিডিএ এর সন্মানিত সদস্য গণ, পরবর্তী প্রজন্মের অনেকেই দেশের স্বাস্থ্য সেবার গুরু দায়িত্ব পালন করছে।
বর্তমান সরকার প্রধান মানবতার মা খ্যাত মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে অাকুল অাবেদন বিপিডিএ এর সদস্য দের অাধুনিক প্রশিক্ষণে গড়ে তুলে স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত করে তাদের সরকারী ভাবে প্রতিষ্ঠিত করে তৃনমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন।
এটাই হচ্ছে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন((বিপিডিএ))-এর সন্মানিত সদস্য দের প্রানের দাবী।
চাকুরী বা বেতন নয় স্বীকৃতি চাই
নিরাপদ এ প্রাকটিস করার অনুমতি চাই।
নিবেদক
ডাঃ এম এ রহিম মিয়া
সভাপতি
বিপিডিএ রংপুর জেলা রংপুর
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com