নির্বাহী সম্পদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে বাংলাদেশ কংগ্রেস। আগামী ২০ নভেম্বর থেকে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে। মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমানের কাছে মনোনয়ন ফি প্রদান করে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। মনোনয়ন পত্র সংগ্রহের সময় জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আজ এ সিদ্ধান্ত নেয়া হয়।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ন্যাশনাল সিনেট ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ সভায় সভাপতির বক্তব্যে দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ কংগ্রেস। তিনি দলীয় সদস্যদেরকে মনোনয়ন পত্র সংগ্রহের আহবান জানান।
দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, ন্যাশনাল সিনেটের সদস্য এ্যাডঃ দেবদাস সরকার ও এ্যাডঃ মোঃ জিয়াউর রশিদ, দলের উপদেষ্টা পরশ ভাসানী, অর্থ সম্পাদক মোস্তফা আনোয়ার ভুইয়া রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ভঞ্জ, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রউফ খান, সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক আজিজুল হক সুমন প্রমুখ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com