বাংলাদেশে হঠাৎ সেবা সীমিত হওয়ার কারণ জানালো ফেসবুক। গতকাল শুক্রবার দুপরের পর থেকে ফেসবুক এবং বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারের সেবা বিঘ্নিত হওয়ায় শনিবার বিবৃতি দেয় এই সামাজিক যোগাযোগমাধ্যম।
বিবৃতিতে মার্কিন জায়ান্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জানায়, আমরা অবগত রয়েছি যে— বাংলাদেশে আমাদের সেবাগুলো সীমিত করে দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আরও বেশি ভালোভাবে জানার চেষ্টা করছি এবং দ্রুতই পূর্ণাঙ্গ সেবা চালু হবে বলে আশা করছি।
ফেসবুক আরও বলেছে বলেছে, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের জন্য যখন কার্যকর যোগাযোগ প্রয়োজন; তখন বাংলাদেশে ফেসবুকের সেবা সীমিত করে দেওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।
তবে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ফেসবুক এবং মেসেঞ্জার বন্ধ করে দেওয়া হয়েছে কি না সে বিষয়ে বাংলাদেশ সরকার কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় বাংলাদেশের ইসলামপন্থি কয়েকটি দলের বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছ। তার মাঝেই শুক্রবার থেকে বাংলাদেশে ফেসবুক এবং তাদের বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জার ডাউন হয়ে যায়।
টিএস
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com